আছাদনগর আব্দুল মতিন খসরু কলেজে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ

লেখক: মোঃ সাইফুল ইসলাম ভুইয়া
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া আছাদনগর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়েছে৷

গতকাল মঙ্গলবার সকালে কলেজের মিলনায়তনে গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য জনাব মাহবুব হোসেন পক্ষ থেকে কলেজের ১ম বর্ষের গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়৷ কলেজের সাবেক সভাপতি প্রতি বছরের ন্যায় এ বছর ৫৩ জন ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই উপহার দেয়া হয়েছে৷ ভবিষ্যতে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি৷

বই বিতরণ অনুষ্ঠানে ভিডিও কর্নফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজাহারুল ইসলাম৷ তিনি বিশেষ কাজে উপস্থিত হতে পারেনি তিনি ভিডিও বার্তায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা বই পেয়ে বাড়িতে গিয়ে বসে থাকলে হবে না,  তোমরা নতুন বই পেয়ে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে৷ ভালোভাবে পড়ালেখা করতে হবে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে৷ প্রধান আলোচক অধ্যাপক ডা: হারুন আল রশিদ ভুইয়া খ্যাতিমান চিকিৎসক ও সভাপতি, ড্যাব৷

বিশেষ অতিথি জনাব জাহাঙ্গীর আলম ভূঁইয়া দাতা সদস্য কলেজ গভর্নিং বডি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল আজম ভূঁইয়া বিদ্যুৎসাহী সদস্য কলেজ গভর্নিং বডি, সুলতান আহমেদ ভূইয়া কলেজ গভর্নিং বডি সম্মানিত সদস্য (সাবেক) সার্বিক ব্যবস্থাপনায় অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন আব্দুল মতিন খসরু কলেজ, সঞ্চালনা করেন প্রভাষক মো: জয়নাল আবদীন, প্রভাষক মোঃ জসিম উদ্দিন খান, প্রভাষক মাহমুদ আমির হোসেন ভূঁইয়া, প্রভাষক মোঃ আবু সাঈদ, প্রভাষক সুরজিত চন্দ্র পোদ্দার, প্রভাষক মোসা শাহিনুর আক্তার, প্রভাষক শারমিন আক্তার, প্রভাষক পাপিয়া সুলতানা, প্রভাষক এ কে এম মনিরুল হকসহ কলেজের শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন৷

  • ব্রাহ্মণপাড়া