অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

শনিবার সকাল ১০ টাড কুমিল্লা -৫ সংসদীয় আসনের সাবেক এমপি অধ্যাপক মোঃ ইউনুস এমপি’র স্মরণে দোয়া ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়। খাড়াতাইয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট আহম তাইফুর আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান নাসিম, অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহিম, অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের বুড়িচং সেক্রেটারি মোঃ কামাল হোসেন, খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মোঃ ইউনুসের সন্তান ডাঃ মোঃ মেহেদী হাসান সুমন, অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি এডভোকেট মোঃ এরশাদুল হক, উপদেষ্টা অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, সহ- সেক্রেটারি মোঃ আব্দুল হালিম খাঁন, গভর্নিং বডির সদস্য হাজি ফয়েজ আহমেদ, মাদ্রাসার সহ সভাপতি মাওলানা জাহাঙ্গীর, যুবনেতা জনাব জামাল হোসেন সহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। সভার প্রধান অতিথি অধ্যাপক ইউনুস স্যারকে স্মরণ করে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক ও রাজনৈতিক জীবন নিয়ে বিশদ বক্তব্য দেন। অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন, অধ্যাপক মোঃ ইউনুস স্যার কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়ার সকল মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যাক্তি ছিলেন। লাল সবুজের পতাকা ও মুক্তিযুদ্ধের সময় তিনি শুধু মুক্তিযুদ্ধ করেননি, তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তার নেতৃত্বে এই এলাকার মুক্তিযোদ্ধারা সংঘটিত হয়েছিল। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় শিক্ষার মান উন্নয়নে তিনি কলেজ প্রতিষ্ঠা করেছেন। আজকে উনার সন্তানরা উনার নামে ফাউন্ডেশন করে যেভাবে সেবা দিয়ে যাচ্ছে এটা প্রশংসার দাবিদার। আজকে খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করায় আমি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে অধ্যাপক মোঃ ইউনুস স্যারের রুহের মাগফেরাত কামনা করছি, পাশাপাশি উনার সন্তানরা যেন দেশের মানুষের আরো সেবা করতে পারে সেই কামনা করছি। সবাই সকল অতিথি স্যার কে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরিশেষে ২১ জন ছাত্র ছাত্রীর মধ্যে মাদ্রাসার ইউনিফর্ম বিতরণ করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • বুড়িচং