অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন এর উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র‍্যালী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারসহ বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র‍্যালী করেছেন। ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর আমেরিকা প্রবাসী নাজমুল হাসান শাহিন শীতের এই সকালে সকলে উপস্হিত হয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস উদযাপন করায় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
এবং আগামীতে জাতীয় অনুষ্ঠানগুলো আরো ব্যাপক পরিসরে নেতৃবৃন্দদের নিয়ে আলোচনার মাধ্যমে উদযাপন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের সন্মানিত চেয়ারম্যান এডভোকেট আ হ ম তাইফুর আলম এর নেতৃত্বে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে বিজয় র‍্যালীতে অংশগ্রহন করেন এবং কুমিল্লা জেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও বুড়িচং উপজেলাস্হ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়ে ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এডভোকেট এরশাদুল হক এরশাদ, কুমিল্লা মহানগর কমিটির সভাপতি ড. প্রফেসর মো. সোলায়মান, বুড়িচং থানা কমিটির সভাপতি আব্দুর রহীম, বুড়িচং থানা কমিটির সহ-সভাপতি আব্দুল হালিম, বুড়িচং থানা কমিটির যুগ্ম সম্পাদক আবুল কাউসার, বুড়িচং থানা কমিটির যুগ্ম সম্পাদক মাহাবুব মাসুম, বুড়িচং থানা কমিটির সমাজ সেবা সম্পাদক অমর কান্তি প্রমুখ।
এছাড়া একই সময়ে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সৌজন্যে ব্রাহ্মণপাড়ায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় ফাউন্ডেশনের ব্রাহ্মণপাড়া কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলুসহ মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুস, শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, গোপালনগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম ভুইয়া, নাজনীন হাই স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, উপজেলা পরিষদ মডেল স্কুলের অধ্যক্ষ খোরশেদ আলম এবং ডাঃ মো: ইউনুস সরকার উপস্থিত ছিলেন।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া