সদর দক্ষিণে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নেকবর হোসেনঃ
কুমিল্লায় ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ২২ জানুয়ারী রবিবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার সোয়াগাজী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো-কক্সবাজার জেলার টেকনাফ থানার ছোট হাবীরপাড় গ্রামের মৃত ইসমাইল এর ছেলে মোঃ ইউনুস (৪০) এবং একই গ্রামের জাকারিয়া এর ছেলে মোঃ ওমর ফারুক (২০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কক্সবাজার, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • কুমিল্লা