স্টাফ রিপোর্টারঃ
২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম ও ইদ্রিস মিয়া মাষ্টার, প্রকৌশলী মুহাম্মদ আবদুর রহিম, সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, প্রধান শিক্ষক মুমিনুল হক ভূইয়াসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় আগামী ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।