মুরাদনগরে দুই গরুসহ দুই চোর গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পাতবার ( ১জুন) কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের ব্রাক্ষণচাপিতলা গ্রামের মৃতঃ শির মিয়া ছেলে মোঃ আব্দুল সাত্তার (৪২), মৃতঃ ফরিদ মিয়া ছেলে ফারুক (৩৮) কে চুরির অভিাযোগে ব্রাক্ষণচাপিতলা গ্রাম থেকে গ্রেফতার করে মুরাদনগর থানা এসআই ফারুক হোসাইন। এছাড়া বাখলনগর দক্ষিণ পাড়ার মৃতঃ নোয়াব আলীর ছেলে দুলাল মিয়া ওরফে কশাই দুলাল(৩৫), ব্রাক্ষণ চাপিতলা গ্রামের মৃতঃ সাবু মিয়া ছেলে শামছুল হক (৪০) ও বাখরাবাদ গ্রামের দক্ষিণ পাড়ার ওয়াছেক মিয়া ছেলে সেলিম মিয়া(৩৫) পালাতক রয়েছে। এই ব্যাপারে কামাল্লা ইউনিয়ন পরিষদ রাজনগর গ্রামের মৃতঃ তফাজ্জল হোসেনের ছেলে আবু সালেখ মুরাদনগর থানায় একটি অভিযোগ দাখিল করেছে। মুরাদনগর থানা ওসি মোহাম্মদ আজিজুল বারী ইবনে জলিল বলেন, আব্দুল সাত্তার গোয়াল ঘর থেকে দুটি ধামড়ি গরু উদ্ধার করা হয়েছে। মুল্য ১লাখ টাকা। ৫ গরু চোরের বিরুদ্ধে মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করলেও তিনজন চোর পালাতক রয়েছে। অচিরেই বাকিদের আইনের আওতায় আনা হবে।