পাঁচ বছর পর বাবার আসনেই স্থান পেলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব অপি। ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী মরহুম মুহাম্মদ আবু তাহের এর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আপন ছোট ভাই মুহাম্মদ আবু জাহের এর পর ছেলে মুহাম্মদ আবু তৈয়ব অপিকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন। ২০১৯ সালের ৩১ মার্চ ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মরহুম মুহাম্মদ আবু তাহের দুইবারের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধূরীর সাথে প্রতিদ্বন্ধীতা করে বিজয় লাভ করেন। কিন্ত ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সৃষ্টিকর্তার ডাকে সারা দিয়ে পরপারে চলে যান আবু তাহের। ২০২০ সালের ১০ডিসেম্বর উপ-নির্বাচনে ব্রাহ্মণপাড়াবাসী বিপুল ভোট দিয়ে তারই আপন ছোট ভাই এবং বর্তমান কুমিল্লা-৫ আসনের এমপি মুহাম্মদ আবু জাহেরকে বিপুল ভোট দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী করেন এবং উপ-নির্বাচনে আবারও জাহাঙ্গীর খান চৌধূরী পরাজয় বরণ করেন। পরবর্তীতে মুহাম্মদ আবু জাহের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যহতি নিয়ে কুমিল্লা-৫ আসন থেকে এমপি পদে প্রতিদ্বন্ধীতা করেন। এতে তিনি হেভিওয়েট প্রার্থী বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও সাবেক এমপি এবং বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম এডভোকেট আবুল হাসেম খানের সাথে প্রতিদ্বন্ধীতা করে বিজয় ছিনিয়ে আনেন।গত ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ব্যারিষ্টার সোহরাব খান চৌধূরীকে পরাজিত করে বিজয় লাভ করেন। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব অপি ঘোড়া প্রতীক নিয়ে ৪৩ হাজার ৬৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ছিলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন অপি। নির্বাচনে জয়ী হয়ে প্রতিক্রিয়ায় মুহাম্মদ আবু তৈয়ব অপি বলেন, ব্রাহ্মণপাড়ার মানুষের জন্য আমার বাবা ও চাচা সারাজীবন কাজ করেছেন। তাঁদের সহযোগিতা করোন। মানুষের বিপদে আপদে আমরা পাশে থাকি। যে কারণে ভোটাররা আমাদের পক্ষে রায় দেন। সংসদ সদস্য মুহাম্মদ আবু জাহের বলেন, ‘অপি ছাত্ররাজনীতি থেকে এতটুকু পথ পাড়ি দিয়েছে। ভোটারের দ্বারে দ্বারে গেছে। আপনারা তাকে এলাকা উন্নয়নে সহযোগিতা করুন।