মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের নির্দেশে থানার একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে থানার এসআই শফিক উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স সোমবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া পাকা রাস্তার উপর থেকে চার কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মৃত হেলাল উদ্দিন মীরের মেয়ে মাকসুদা বেগম (৪০) ও তার স্বামী মনির হোসেন তালুকদার (৪৭). অপরদিকে থানার এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সোমবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া-নাগাইশ সড়কের পাঁকা রাস্তার উপর থেকে ২৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- হোমনা থানার আনছার আলীর ছেলে তাইজুল ইসলাম প্রকাশ তাজু (৩৬) দেবিদ্বার থানার কনু মিয়ার ছেলে আরিফ হোসেন (২৬) ও পিরোজপুর থানার মালেক সর্দারের ছেলে হাফিজুল সর্দার (২৩)। সোমবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।