কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।
সোমবার ( ২০ মে ) দিনব্যাপী উপজেলা পরিষদ ও এর আশপাশের এলাকার বিভিন্ন জায়গায় পরিত্যক্ত ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে এ অভিযান শুরু করা হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম।
ডেঙ্গু প্রতিরোধে কী করতে হবে তা জানিয়ে ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, ডেঙ্গু ভাইরাস বাহিত এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য সাধারণ মানুষের মধ্যে এর সচেতনতা বাড়াতে হবে। পারিবারিক ও সামাজিকভাবে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি আরও বলেন, নিজেদের বসবাসের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ি বা কর্মক্ষেত্রের আশেপাশে কোথাও ময়লা আবর্জনা জমতে দেয়া যাবে না। কোন কৌটা, চিপসের প্যাকেট, তালের শাঁসের খোল, নারকেলের খোল বা এরকম পদার্থ যার মধ্যে বৃষ্টির পানি জমে আছে তা পরিষ্কার করতে হবে। মশা নিয়ন্ত্রণই ডেঙ্গু প্রতিরোধের প্রধান হাতিয়ার। এ জন্য আমাদের সকলকে একসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক ঠিকাদার প্রমুখ।