ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে র‌্যালী ও আলোচনা সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত রবিবার ২৩ জুন সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালী কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে রাজনৈতিক কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। এছাড়া সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আবু তৈয়ব অপি। ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হাজী জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মো. শাহ আলম। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক ও সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইসরাফিল হোসেন ভূইয়া, উপজেলা মৎসজীবী লীগের সদস্য সচিব কামাল হোসেন ভূইয়া, শিদলাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহিদুল হাসান পলাশ, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ফুলমিয়া সরকার, যুবলীগ নেতা জাকির হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. আলী হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাহেবাবাদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আলিফ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া