মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ স্মারক মুরাল উদ্বোধন ও প্রতিষ্ঠাতা মরহুম এ.এফ.এম আমীর হোসেন ও তার সহধর্মিণী আর কিউ কানিজে জোবেদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে কলেজের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। এছাড়া কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ.এফ.এম আমীর হোসেন ও তার সহধর্মিণী আর কিউ কানিজে জোবেদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী ফাহমিদা নাসরিন, সিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবরসহ কলেজ গভর্নিং বডির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।