গাজী রুবেলঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের প্রাণকেন্দ্র অনুষ্ঠিত জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (৪ মার্চ) শনিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হুসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি ব্যারিস্টার মোঃ মাকসুদুন নবী। প্রদান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাকসুদুন নবীর সহধর্মিনী রুবাইয়া জাফর খান। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য আবদুল লতিফ মেম্বার, ইউপি সদস্য জাকির হোসেন, বড়ধুশিয়া মাদ্রাসার সুপার মাও. আবুল কালাম আজাদ, সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ আপু সারওয়ার, প্রদর্শক মোঃ কামাল হোসেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য পর্যাক্রমে ফাতেমা আক্তার, মোঃ জাকির হোসেন, হাবিবুর রহমান স্বপন, শাহীন মিয়া, ওমর ফারুক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসাইন, সিনিয়র শিক্ষক তোফায়েল হোসেন, গোলাম রাব্বানী, সেলিনা সুলতানা, মরিয়ম বেগম, রানা সুলতানা, ইয়াসিন ভূইয়া, সিরাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, প্রভাষক মোসতাক আহাম্মদ, শিক্ষক আবদুল কাদের, মোঃ সাইদুল ইসলাম, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন ব্যাচ-২০০০ এর সিনিয়র সহ-সভাপতি আবদুর নূর ফেরদৌস, সদস্য সচিব নজরুল ইসলাম, কোষাধক্ষ্য আলী আশ্রাফসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বর্তমান এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি যৌথ পরিচালনা করেন দশম শ্রেণীর শিক্ষার্থী ইলমা বিনতে শাহিন অহনা ও সাহিদা আক্তার এবং তাহিয়া ইসলাম নোহা।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।