ব্রাহ্মণপাড়ায় প্রবাসী মানব সেবা সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়ন প্রবাসী মানব সেবা সংগঠনের আয়োজনে বিভিন্ন মযজিদে এবং দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা শুক্রবার বিকালে দীঘির পাড় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে৷ শিদলাই ইউনিয়ন মানব সেবা সংগঠনের সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মোঃ রুবেল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা৷ বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এর সহর্ধমিনী, শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম আলাউল আকবর,উপদেষ্টা বিল্লাল ভূইয়া, মুক্তিযোদ্ধা সুলতান আহাম্মদ, জাগরনের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ, আলমঙ্গীর হোসেন মেম্বার, কামাল হোসেন মেম্বার, নাসির উদ্দীন মেম্বার আবু তাহের মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার, যুবলীগ নেতা ইউছুফ সরকার৷ অনুষ্ঠানে এলাকার দরিদ্র মানুষের মাঝে ১৮টি ছাগল বিতরণ করা হয়৷ এছাড়া ৬টি মসজিদে ১ লক্ষ ২০ হাজার টাকা, দুই জন অসুস্থ্য রোগীদের মধ্যে ৪০ হাজার টাকা নগদ প্রদান করা হয়৷ এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

  • ব্রাহ্মণপাড়া