গত ৫ আগষ্ট শনিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রশাসনের উদ্দ্যোগে আলোচনা সভা ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহম্মেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। এসময় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা সারোয়ার খান, শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, মৎস্য কর্মকর্তা জয় বণিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা খাতুনসহ শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।