কুমিল্লার চকবাজারে হরতাল সমর্থনকরা পুলিশের ওপর হামলা করেছে এমন অভিযোগে ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ। তিনি বলেন, ২৮ অক্টোবর হরতাল সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়াও তারা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। মামলার তদন্তের জন্য এখনই আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, হরতালের সময় সরকারি কাজে বাধা এবং পুলিশের উপর হামলার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। জানা গেছে, রোববার (২৮ অক্টোবর) বিএনপির ডাকা হরতালের সমর্থনে সকাল ৮ টার দিকে হরতালের দাবিতে মিছিল বের করে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি। এসময় নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে রাজগঞ্জ হয়ে চকবাজার পৌঁছালে পুলিশের বাঁধার সম্মুখীন হয়। পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় লাঠিপেটা ও পালানোর সময় আহত হন অন্তত ২০ জন। পুলিশের দাবি, ওই ঘটনায় পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। মিছিলের নেতৃত্বদেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন। উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী আক্কাস, সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ অনেকে। চকবাজারের ঘটনার পর জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, হরতাল সমর্থনকারীদের মিছিল থেকে পুলিশের উপর ককটেল চার্জ করা হয়েছে। এতে একজন পুলিশ আহত হয়।