কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ব্রাহ্মণপাড়ায় উপজেলা যুবলীগের শান্তি সমাবেশ

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

মোঃ বাছির উদ্দিনঃ
বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যর বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ের সামনে উপজেলা যুবলীগের আয়োজনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক এর সভাপতিত্বে ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য কাজী ফোরকান আহমেদ সবুজ এর পরিচালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম টিটু, সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল জলিল, শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, কৃষকলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাপ্পী, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শ্রী উজ্জল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক এনামুল হক সুমন, শশীদল ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু ছাঈদ, চান্দলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন, রোটাঃ কবির আহাম্মদ, আব্দুস সাত্তার, আওলাদ হোসেনসহ যুবলীগের সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দ। সমাবেশে বিএনপি-জামাতের দেশব্যাপী নৈরাজ্য আগামীদিনে রাজপথে থেকে কঠোর হাতে দমন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা।

  • ব্রাহ্মণপাড়া