কুড়িগ্রামে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর মোঃ মশিউর রহমানের নির্দেশনায় বাংলাদেশের শীতপ্রধান এলাকা কুড়িগ্রাম জেলা সদর এবং চিলমারী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আবদুস সালাম হাওলাদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুড়িগ্রাম জেলা সদরে এবং চিলমারী উপজেলার বিভিন্ন স্থানে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। প্রতিনিধিদলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য কুড়িগ্রাম আইন কলেজের অধ্যক্ষ এস.এম. আব্রাহাম লিংকন, সিনেট সদস্য কুমিল্লা জেলার সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, সিনেট সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, পরিবহণ দপ্তরের পরিচালক মোঃ মেসবাহ উদ্দিন, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য, জনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান, রংপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোঃ রবিউল হক প্রমুখ। কুড়িগ্রাম সার্কিট হাউজে প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং ট্রেজারার মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম। তাঁর কাছে জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণের জন্য কিছু কম্বল হস্তান্তর করা হয়। পরবর্তীতে কুড়িগ্রাম সরকারি কলেজ মিলনায়তন কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারি, অসহায় শিক্ষার্থী ও স্থানীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় কলেজের অধ্যক্ষ মির্জা মোঃ নাসির উদ্দিনসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কুড়িগ্রাম শহর এবং চিলমারী উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ড, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষানুরাগী ও সামাজিক নেতবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এধরণের মহৎ মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

  • কুড়িগ্রাম