কুমিল্লার বরুড়া উপজেলার নশরতপুর গ্রামের মায়ের হাতে শিশু ফাতেমা বিনতে জাহিদ (২১) নামের খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৩০ জুলাই ২৪ ইং বরুড়া পৌর সভার সদর ভাড়াটিয়ার নিজ বাসায়।
ঘটনার বিবরনে জানা যায়, তাহমিনা আক্তার রেখা (৩৫) ফাতেমা বিনতে জাহিদ কে বরুড়ার ভাড়াটিয়া বাসায় রাতে মারধর করে গলাটিপে হত্যা করে। সে একজন মানসিক রোগী বলে জানা যায়। স্বামী উপজেলার শিলমুড়ি ইউনিয়নের নশরতপুর গ্রামের প্রবাসী জাহিদুল হাসান। অনেক দিন সে দেশে থাকলে তার স্ত্রী রেখার সাথে দুরুত্ব রয়েছে। রেখা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসাবে আছেন।
এ বিষয় বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম চৌধুরী বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয় নি। আমরা রেখা কে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। শুনছি সে মানসিক রোগী।