কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক ‘সময়ের আলো’ পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে এ উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সময়ের আলো’র কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক, বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব মো: ওমর ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএ-কুমিল্লার সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের গবেষক ও দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার সাইয়িদ মাহমুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বহার রায়হান, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দ্য আওয়ার টাইমের কুমিল্লা প্রতিনিধি মাহবুব আলম বাবু এবং কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
স্বাগত বক্তব্য রাখেন সময়ের আলোর কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবিএস ফরহাদ।
এসময় মাইটিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, ইন্ডিপেন্ডেন্ট টিভির কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু, কালের কন্ঠ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সমতটের কাগজের সম্পাদক জামাল উদ্দিন দামাল, ডিবিসি টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরী, এখন টিভির মাসুদ আলম, দৈনিক কুমিল্লার কাগজের যুগ্ম বার্তা সম্পাদক নাছির উদ্দিন, দৈনিক বাংলা ও নিউজ বাংলা টুয়েন্টি ফোর ডটকমের প্রতিনিধি মাহফুজ নান্টু, দৈনিক আজকের জীবনের কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেন, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন, প্রতিদিনের সংবাদ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মারুফ আহমেদ কল্প, দৈনিক যায়যায় কাল পত্রিকার কুমিল্লা প্রতিনিধি শাহ ইমরান, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, দৈনিক রূপসী বাংলার বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, দুর্নীতির সন্ধানের বিশেষ প্রতিনিধি রাকিবুল হাসান রানা, বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ,নিরাপদ চালক চাই সংগঠনের সভাপতি আজাদ সরকার লিটন, দৈনিক কুমিল্লার কাগজের সাংবাদিক ইসমাইল নয়ন, রাশেদুল হাসান ফরহাদ, সাংবাদিক আতাউর রহমান মিহির, ঢাকা মেইল ডট কমের কুমিল্লা প্রতিনিধি সাকলাইন যোবায়ের, চ্যানেল এস এর কুমিল্লা প্রতিনিধি রাজীব সাহা, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার সোহাইবুল ইসলাম সোহাগ, ঢাকা পোস্টের কুমিল্লা প্রতিনিধি আরিফ আজগর, দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি সুজন মজুমদার, সীমান্ত সংবাদের গাফফার আহমেদ সরকার, ফটো সাংবাদিক সজিব হোসেন, খোশবাস বার্তার সম্পাদক মো. ইউনূসসহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে নিয়ে কেক কাটেন অতিথিগণ।

  • কুমিল্লা