কুমিল্লায় এইচএসসিতে পাসের হার শতকরা ৯০ দশমিক ৭২ শতাংশ

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৯০ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ শিক্ষার্থী। যা বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান প্রতিনিধিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার ৮৫ হাজার ৮৮০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ছাত্র ৩৭ হাজার ৪১৭ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৪৬৩ জন। উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ৯০৭ জন। এদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৬১৬ জন এবং ছাত্রী ৪৪ হাজার ২৯১ জন। এবার পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন।

গত বছরের চেয়ে এবারের ফলাফল খারাপ হয়েছে। গতবার পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ১৫৩ জন। তবে এবছর ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৩৯ শতাংশ আর ছেলেদের পাশের হার ৮৯ দশমিক ৮৪ শতাংশ।

  • কুমিল্লা