কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারন ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় উন্নত জাতের ঘাস চাষ প্রদর্শনীর পদ্ধতির জন্য নগদ অর্থ ও উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্য্যালয়ে নগদ অর্থ ও প্রদর্শনীর সাইনবোর্ড বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান। উপজেলা প্রাণিসম্পদ কার্য্যালয় সূত্রে জানা যায়, উন্নত জাতের ঘাস এর বাজার সৃষ্টি করে খামারীদের জন্য গবাদিপশুর খাদ্যের ঘাটতি পূরণ করা ও সহজ লভ্য করার জন্য খামারীদের মাঝে সচেতনতা তৈরী হবে। কাঁচা ঘাস দুগ্ধ উৎপাদনে ভূমিকা রাখে। সেজন্য কাঁচা ঘাস খেলে দুধের উৎপাদন বাড়বে। এ থেকে খামারীরা উন্নত ঘাস চাষে উদ্বুদ্ধ হবে। প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারন ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় উন্নত ঘাস চাষ প্রদর্শনীর জন্য উপজেলার ৮টি ইউনিয়নের ১৬ জন খামারীদের মাঝে নগদ অর্থ ও সাইনবোর্ড বিতরণ করা হয়। এসময় প্রাণিপুষ্টি উন্নয়ন প্রকল্পের সিইএ মোঃ হাবিবুর রহমানসহ প্রাণিসম্পদ দপ্তরের সকল সদস্য ও খামারীরা উপস্থিত ছিলেন।