কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সোহেল রানাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই পদে যোগ দেওয়া নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স. ম. আজহারুল ইসলামকে ফুলেল শুভেচছায় বরণ করে নেওয়া হয়েছে। রোববার ( ৮ অক্টোবর ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় ও বরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইউএনও সোহেল রানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। এতে সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক ঠিকাদার, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম রিয়াদ, মাধবপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, সিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন সহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।