“বৃষ্টি আসলেই বাড়ে দূর্ভোগ” বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার অধিকাংশ সড়কের বেহাল দশা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার ৯টি এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের অধিকাংশ সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কার ও মেরামতের অভাবে অনেক সড়কে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সড়কগুলোর কার্পেটিং উঠে পলেস্তরা খসে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন ও সাধারণ মানুষ চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। কোন কোন সড়কে চলাচল করার জন্য নিজস্ব অর্থায়নে কংকিট ও বালু ফেলে সাময়িক ভাবে চলাচলের ব্যবস্থা করলেও পরবর্তীতে বৃষ্টির পানিতে কংকিট এবং বালু সরে গিয়ে পূর্বের অবস্থায় ফিরে এসেছে। কোন কোন সড়কে অতিরিক্ত বৃষ্টির হওয়ার ফলে পানি জমাটবদ্ধ হয়ে কর্দমাক্ত হয়ে যায়। এতে সাধারণ মানুষ চলাচল করতে পারে না এবং কোন প্রকার যানবাহনও স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে না। বুড়িচং সদর ইউনিয়নের এরশাদ ডিগ্রী কলেজ গেইট থেকে কালিকাপুর সংযোগ সড়ক, দারুস সালাম মাদানীয়া মাদরাসা থেকে বুড়িচং সিনিয়ার সুন্নিয়া আলিম মাদরাসা সড়ক, বুড়িচং থেকে রাজাপুর রেলষ্টেশন সড়কের মাদরাসা পর্যন্ত, বুড়িচং সদর ইউনিয়ন সড়ক ও বুড়িচং আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়ক, রাজাপুর রেলষ্টেশন থেকে হরিপুর পূর্বপাড়া সড়ক, ষোলনল ইউনিয়নের শিকারপুর থেকে বুড়বুড়িয়া হয়ে নানুয়ার বাজার পর্যন্ত, ভরাসার থেকে বাবুর বাজার, ভবানীপুর মোড় থেকে সোনাইসার হয়ে ষোলনল গোমতী নদীর বেড়িবাঁধ পর্যন্ত, পূর্বহুড়া হাই স্কুল থেকে রামনগর সড়ক, শ্যামপুর থেকে সাদকপুর হয়ে কুমিল্লা-মীরপুর সংযোগ সড়ক, পুর্ণমতি থেকে জগতপুর (কুরিয়ার) সড়ক, রেললাইন থেকে কালিকাপুর বাজার সংযোগ সড়ক, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে টাকুই সড়ক, বালিনা পাক্কার মাথা থেকে পোমকাড়া সড়ক, চারিপাড়া থেকে সাজঘর সড়ক, চান্দলা খলিফাপাড়া সড়ক, নাইঘর থেকে হরিমঙ্গল সড়ক, উপজেলা পরিষদ সড়ক থেকে কল্পবাস টিএন্ডটির পাশে আব্দুল ওদুদ চেয়ারম্যান সড়ক হয়ে শিশু ভূইয়া বাড়ী সড়কসহ অসংখ্য গ্রামীণ সড়কগুলো সংস্কার ও মেরামতের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন নিজস্ব অর্থায়নে পরিষদ সংলগ্ন সড়ক ও মসজিদ মার্কেট সড়কটি মেরামত করেন। কিন্ত পানি নিঃষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে সড়কটি আগের চেয়ে ভয়াবহ অবস্থায় রূপ নিয়েছে। সড়কের দুই পাশের বাসা বাড়ী ও দোকান পাটের পানিগুলো সঠিক ভাবে নিঃষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কের উপর জমাট হয়ে কর্দমাক্ত হয়ে যায়। এতে এই সড়ক দিয়ে যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।। তাছাড়া কুমিল্লা- মীরপুর সড়কের বুড়িচং উপজেলার আওয়ামীলীগ অফিসের সামনে একটু বৃষ্টি আসলে সড়কের উপর বন্যায় রূপ নেয়। এতে দুই উপজেলার মানুষের চলাচলে দূর্ভোগের সীমা থাকে না। বাংলাদেশ সাংবাদিক সমিতির বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান বলেন, শ্যামপুর থেকে সাদকপুর এবং জগতপুর হয়ে কুমিল্লা-মীরপুর সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামতের অভাবে জনচলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কটি মেরামত করার জন্য বেশ কয়েকবার বরাদ্ধ আসলেও অদৃশ কারণে সড়কে কোন কাজ হয়নি। গ্রামীণ সাধারণ মানুষের দুর্ভোগ লাগব করার জন্য দ্রæত সড়কটির মেরামত করা প্রয়োজন। ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার যে সকল গ্রামীণ সড়ক ভেঙ্গে গেছে এবং কংকিট উঠে চলাচলের ব্যাঘাত ঘটছে তা দ্রæত সংস্কার করে জনচলাচলের ব্যবস্থা করা প্রয়োজন। বুড়িচং উপজেলার আবদুল মালেক বলেন, রাস্তা ঘাটের যে অবস্থা এতে হাঁটা চলা করাই বড় মুশকিল। তার উপরে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে সড়কের যে দশা হয়েছে, তাতে চলাচল করা যাচ্ছে না। কোথাও পানি জমা রয়েছে আবার কোথাও কর্দমাক্ত অবস্থা। কি যে একটা অবস্থা হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই রাস্তাগুলো যখন কাঁচা ছিল তখনও আমাদের এতো দূর্ভোগ পোহাতে হয়নি।এখন পাকা কিংবা ইটের সলিং হওয়ার পর বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া