বীরউত্তম শহীদ খাজা নিজামউদ্দিনের ৫২তম শাহাদাত বার্ষিকী

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার গর্ব। মহান স্বাধীনতা যুদ্ধের অকতোভয় বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধা শহীদ বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে সিলেট জেলার কানাইঘাটে পাকিস্তানী দখলদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। তিনি হলেন মুক্তিযুদ্ধের সর্বোচ্চ বেসামরিক ব্যক্তিত্ব। জানা গেছে, সিলেট অঞ্চলের ৪ নম্বর সেক্টরের সাব সেক্টর জালালপুরের যুদ্ধ পরিচালনার জন্য প্রথমে সাব সেক্টর সেকেন্ড ইন কমান্ড এবং পরবর্তীতে সাব সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করেন তিনি। রণাঙ্গনে তিনি এতই চৌকষ ছিলেন যে, সহযোদ্ধারা তাকে ক্যাপ্টেন নিজাম বলে সম্বোধন করতেন। সেদিন ১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর কানাইঘাটের আটগ্রাম সড়কের বাজারের খুব কাছে খাজা নিজাম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধারা একটি সেতু ধ্বংস করেন। এসময় দখলদার পাকিস্তানী বাহিনীর একটি দল কাছেই অবস্থান করছিল। তারপর মুক্তিবাহিনীর সাথে হানাদার বাহিনীর মুখোমুখি যুদ্ধ শুরু হয়। এ মুখোমুখি যুদ্ধে পাকিস্তানী বাহিনীর ব্যাপক ক্ষতিসাধনও হয়। এ সম্মুখযুদ্ধের নেতৃত্বে থেকে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন। সিলেটের মোকামটিলায় রয়েছে বীর এ যোদ্ধার সমাধিস্থল এবং তার স্মৃতিধরে রাখতে পুরো অঞ্চলটির নামকরণ করা হয় নিজামনগর। স্বাধীনতার যুদ্ধে খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার সাহসী আত্মত্যাগের জন্য বাংলাদেশ সরকার ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর প্রণীত এক গেজেটে খাজা নিজামউদ্দিন ভূঁইয়াকে বীরউত্তম উপাধি প্রদান করেন। পরে শেখ হাসিনা সরকার তাকে “মরোণত্তর স্বাধীনতা পদক ২০২৩” এ ভূষিত করেন। কুমিল্লার কান্দিরপাড় থেকে পুলিশলাইন হয়ে শাসনগাছা পর্যন্ত এ সড়কটি বীরউত্তম শহীদ খাজা নিজামুদ্দিনের নামে নামকরণ করা হয়। ঢাকার মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও ফ্লাইওভার হয়ে বিশ্বরোড পর্যন্ত সড়কটি তাঁর নামে নামকরণ করা হয়। তাঁর শাহাদাতস্থল সিলেটের কানাইঘাটে তাঁর বীরত্বের স্মৃতি ধরে রাখতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে গরীব অসহায় শিক্ষার্থীদের জন্য একটি কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। বীরউত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া ১৯৪৯ সালের ১৯ ফেব্রæয়ারি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়ার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আবদুল লতিফ ভূঁইয়া ও মায়ের নাম তাবেন্দা আক্তার।

  • ব্রাহ্মণপাড়া