‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া’ কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকায় কে হবেন নৌকার মাঝি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বাংলাদেশের জাতীয় তথা সংসদীয় নির্বাচন হয় প্রতি ৫ বৎসর অন্তর। ১২তম তথা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশণ। সেই অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা করা হবে ২০২৩ সালের নভেম্বর। এরই আলোকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০১৯ সালের ৩০ জানুয়ারী একাদশ সংসদের প্রথম অধিবেশণ শুরু হয়। সে ক্ষেত্রে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির। তবে ২০২৪ সালের জানুয়ারীতে নির্বাচন করা ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রত্যাশা। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে ও দেশের বাহিরে চলছে ব্যাপক আপাল-আলোচনা,সভা সমাবেশ, প্রতিবাদ সমাবেশ ও সমালোচনা। তার সাথে তালমিলিয়ে থেমে নেই গ্রাম-গঞ্জ ও পাড়া-মহল্লার চা দোকান। সকাল-বিকাল চায়ের কাপে চুমুকের সাথে সাথে চলছে নির্বাচনী আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা-পর্যালোচনার শেষ নেই। কি হবে দ্বাদশ নির্বাচনের প্রক্রিয়া। সকল রাজনৈতিক দলের অংশগ্রহনের নির্বাচন অনুষ্ঠিত হবে, নাকি একটি জোটের মধ্যেই নির্বাচন সীমাবন্ধ থাকবে। সরকারের অধীনেই দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, নাকি নির্বাচনকালীন সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে-সেই বিষয় নিয়ে প্রধান দুই জোটের মধ্যে চলছে তর্ক-বির্তক, আলোচনা-সমালোচনা। এরই মধ্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকায় সরকারী দল আওয়ামীলীগের মনোনয়ন পেতে দৌঁড়-ঝাপ শুরু করেছেন বিভিন্ন পর্যায়ের নেতারা। এই আসনের সাবেক এমপি ও মন্ত্রী মরহুম বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবদুল মতিন খসরু মারা যাওয়ার পর আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রমে কিছুটা দ্বিধা-দ্বন্ধের আর্বিভাব ঘটে। তাই উপ-নির্বাচনে ৩৮জন ব্যক্তি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য বুড়িচং-ব্রাহ্মণপাড়ার বিভিন্ন গ্রামে সভা-সমাবেশ করে আলোচনার জোয়ার সৃষ্টি করেছিল। যদিও এই ৩৮ জনের বেশির ভাগই ছিল মৌসুমি নেতা। তারা বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবের সময় উঁকি মারে আবার হারিয়ে যায়। আবার যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন তাদের তৎপরতা বৃদ্ধি পায়। জনগণের কল্যাণে তাদের জীবন-যৌবন ও অর্থ ব্যয় করতে পাগল হয়ে যায়। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এ আসনের আওয়ামীলীগের নৌকার কান্ডারী হওয়ার সুযোগ পান আওয়ামীলীগের প্রবীন নেতা বুড়িচং আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান। তারপর থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশি অনেক নেতাকেই আর বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকায় দেখা যায়নি। তবে বুড়িচং-ব্রাহ্মনপাড়া উপজেলার কিছু আওয়ামীলীগ নেতা তাদের কর্মী বাহিনী নিয়ে মাঠে ময়দানে কাজ অব্যাহত রেখেছেন। আজও বিভিন্ন সভা-সমাবেশসহ দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। বিগত উপ-নির্বাচনে সকলকে তাক লাগিয়ে নৌকার মাঝি হিসেবে এডভোকেট আবুল হাসেম খান মনোনীত হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের কান্ডারীর দায়িত্ব কার হাতে ন্যস্ত হবে তা নিয়ে চলছে আলোচনা ও পর্যালোচনা। কে হবেন আগামী দিনে বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার নৌকার মাঝি? নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে আলোচনার মাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন সামাজিকতায় অংশগ্রহণ, ধর্মীয় এবং দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নিজেদের অণুগত নেতা কর্মীদের নিয়ে গ্রাম-গঞ্জ ও পাড়া-মহল্লায় চষে বেড়াচ্ছেন। বর্তমানে মাঠে রয়েছেন- কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ব্রাহ্মনপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর খান চৌধূরী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুুগ্ম-সাধারণ সম্পাদক, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন স্বপন, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আবু ছালেহ মোঃ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহতেশামুল হাসান ভুঞা রুমি দলীয় মনোনয়ন পাওয়ার আশায় বুড়িচং-ব্রাহ্মনপাড়ার অলি গলিতে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কয়েকজনের নাম শোনা যাচ্ছে, কিন্তু মাঠে ময়দানে তাদের তেমন কোন কর্মকান্ড চোখে পড়ছে না। এছাড়া বিএনপির নেতা কর্মীরা মাঠে ময়দানে থাকলেও মনোনয়ন প্রত্যাশীরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। তবে তারা তত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলনে ব্যাস্ত সময় পার করছেন। তাই তাদের মধ্যে কারা ধানের শীষের প্রার্থি হবেন তা এখন নির্ধারণ করা যাচ্ছে না। অপর দিকে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-৫ আসনে তাদের দলীয় প্রার্থী হিসেবে ড. মোবারক হোসাইন নাম দলীয়ভাবে ঘোষণা করেছেণ বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। জাসদের কুমিল্লা জেলার শাখার সহ-সভাপতি ও বুড়িচং উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন ১৪দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশি হিসেবে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাছাড়া জাতীয় পাটির নেতা কর্মীদের তৎপরতা দেখতে পাওয়া যায়। তারাও দলীয় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে এই আসনের মনোনয়ন প্রত্যাশি জানান দিচ্ছেন।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া