কুমিল্লায় আমন ধানের ফলন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), আঞ্চলিক কার্যালয় কুমিল্লার ব্যবস্থাপনায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কুমিল্লা অঞ্চলের সার্বিক সহযোগীতায় গত ১৮ জুলাই ময়নামতি অডিটোরিয়াম বার্ড কুমিল্লায় ‘‘কুমিল্লা অঞ্চলে আমন ধানের ফলন বৃদ্ধিতে করণীয়’’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আবদুল্লাহ সাজ্জাদ, এনডিসি, চেয়ারম্যান, বিএডিসি। কর্মশালায় সভাপতিত্ব করেন, ব্রি এর মহাপরিচালক, গ্রেড-১, ড. মোঃ শাহজাহান কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিএই’র সরেজমিন উইং এর পরিচালক, কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী; বিএডিসির সদস্য পরিচালক (বীজ ও উদ্যান), কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান; ব্রি এর পরিচালক (গবেষণা) ড. মোঃ খালেকুজ্জামান; ব্রি এর পরিচালক (প্রশাসন ও সা. পরিচর্যা), ড. মো: আব্দুল লতিফ; ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, ড. মোহিত কুমার দে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মোঃ রফিকুল ইসলাম। ডিএই কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার উপপরিচালকগণ নিজ নিজ জেলার প্রবন্ধ উপস্থাপন করেন। কর্মশালায় ডিএই, বিএডিসি, বিভিন্ন নার্সভুক্ত প্রতিষ্ঠান, পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সেচ প্রকল্প, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এনজিও, বীজ/সার/কীটনাশক ডিলার, কৃষক, গণমাধ্যমকর্মীসহ প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, এ কে এম সালাহ্উদ্দিন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (এসএসও), বিজয়া সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা, তাসনিয়া ফেরদৌস, বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও) ব্রি, কুমিল্লা।

  • কুমিল্লা