ড.সফিকুল ইসলামের ৩টি বইয়ের পাঠ পর্যালোচনা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর কবি ও লেখক সফিকুল ইসলাম গ্রাম শহর বিদেশে বসবাস করে এবং সরকারি উর্ধ্বতন কর্মকতা হিসাবে বিভিন্ন জেলা উপজেলায় চাকরি সূত্রে বিভিন্ন বাস্তবধর্মী বৈচিত্র্যময় অভিজ্ঞতাকে ধারণ করেন। তাছাড়া ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক সাহিত্য মানবিক বিষয়কে অনুধাবন করে লেখা ভিন্নধর্মী চিন্তাভাবনায় মনের ভাব প্রকাশ করার লক্ষ্যে তার লেখা ৩ টি বই ১- লুকোচুরির জীবন ২-যে কথা যায়না বলা ৩-চিন্তানরণন, এর পাঠ পর্যালোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ মে ২০২৩ খ্রি:) অন্বেষা আলোচনা চক্রের আয়োজনে কুমিল্লা সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট ছড়াকার জহিরুল হক দুলাল এর সভাপতিত্বে ও জয়নাল আবেদীন রনির সঞ্চালনায় লেখকের বই থেকে পাঠ আবৃত্তি ও আলোচনা করে বক্তব্য রাখেন, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, গবেষক আহসানুল কবির, আবৃত্তি প্রশিক্ষক কাজি মাহতাব সুমন, কবিতাবৃত্তের আহবায়ক অধ্যাপক সুলতানা পারভীন দিপালী, কুমিল্লা সংসদ বাংলা সংস্কৃতি বলয় এর আহবায়ক রুবেল কুদ্দুস, জাতীয় কবি সোসাইটির সাধারণ সম্পাদক শিপন হোসেন মানব,অধ্যাপক প্রাবন্ধিক কলামিস্ট শাহিন শাহ, আবৃত্তিজোট কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু, মা ও শিশু কল্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোটারিয়ান দিলনাশি মোহসেন,অধ্যক্ষ সন্জীব কুমার তলাপাত্র দূর্বার ইনস্টিটিউট, সুর্যশিখা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নেলী রানী দে, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, কবি নজরুল ইনস্টিটিউট কর্মকর্তা আল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক অশোক বড়ুয়া,সাংবাদিক খায়রুল আহসান মানিক, কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবু, সমতটের কাগজ সম্পাদক চলচ্চিত্র গবেষক জামাল উদ্দিন দামাল,নিরাপদ চালক চাই এর সভাপতি কবি আজাদ সরকার লিটন, কবি শাহজাহানো, কবি সাংবাদিক আউয়াল সরকার, সুজন কুমিল্লার সাধারণ সম্পাদক ওমর ফারুক ভুঁইয়া, বঙ্গীয় সাহিত্য সাংস্কৃতিক পরিষদের যুগ্ম সম্পাদক মোসলেহ উদ্দিন, সূর্য শিখা এর সহসভাপতি রোকসানা ইসলাম দুলালী, সূর্য শিখা এর সাংস্কৃতিক সম্পাদক মিথিলা মজুমদার, অধুনা থিয়েটারের সাবেক সভাপতি কুমিল্লা সাংস্কৃতিক জোটের সহসভাপতি, সাবেক কুসিক কাউন্সিলর নাজনীন কাজল, মাছরাঙা টিভি কুমিল্লা প্রতিনিধি ঐতিহ্য কুমিল্লার জাহাঙ্গীর আলম ইমরুল, সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, সাংবাদিক মাহফুজ নান্টু, চারুশিল্পী জুনায়িদ মোস্তফা, চারুশিল্পী জানভী তীনা, সাংস্কৃতিক সংগঠক আল মামুন, লেখক রানা হাসান, লেখক বুলবুল ইসলাম, এডভোকেট শাহনাজ, সাংবাদিক মাইনুল হক স্বপন, সাংবাদিক আবদুর রহমান সাইফ, কবি গল্পকার জয়দেব ভট্টাচার্য ভুলু, ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক এনামুল হক, পুলিশ লাইন সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বিশ্বাস, নিরাপদ চালক চাই চাঁদপুর জেলা আহবায়ক আবুল কাশেম, সঙ্গীতশিল্পী বেগম কাওসারী টুম্পা, সাপ্তাহিক অভিবাদন, সমতটের কাগজ, বিবর্তন, নিউজ পোর্টাল অন নিউজ ২৪ এর সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি।

  • কুমিল্লা