বুড়িচংয়ে হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন ও মাড়াই

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

‘কৃষিই সমৃদ্ধি’ উক্ত প্রতিপাদ্য বিষয়েকে সামনে রেখে বুড়িচং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সমলয়ে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন কার্যক্রম গতকাল ভারেল্লা ইউনিয়নের শোভারামপুর উত্তরপাড়া ও রামপুর পশ্চিমপাড়া মাঠে সম্পন্ন হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে ও বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিণা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন ভারেল্লা (দ.) ইউপির চেয়ারম্যান মো. ওমর ফারুক, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. মহসিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নিখিল চন্দ্র শীল, উপসহকারী কৃষি কর্মকর্তা আ: জলিল। এসময় বিলকিছ আক্তার, আলমগীর হোসেনসহ অন্যান্য উপজেলা কৃষি অফিসের অন্যান্য সকল কর্মকর্তা ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন। কৃষি ও কৃষকের মান বৃদ্ধিতে হারভেস্টার মেশিনের পাশাপাশি অন্যান্য প্রযুক্তির মাধ্যমে কৃষি কার্যক্রম অব্যাহত থাকবে।

  • বুড়িচং