বুড়িচংয়ে ১৭ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম জাতীয় দিবস ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা জাতীয় দিবস যথাযোগ্যভাবে পালন উপলক্ষ্যে গতকাল ১৩ মার্চ বুড়িচং উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক হল রুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্ব এতে বক্তব্য রাখেন উপজলা চেয়ারম্যান মো. আখলাক হায়দার। বক্তব্য রাখন সহকারি কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মীর হোসেন মিঠু, উপজেলা প্রকৌশলী আলিফ আহম্মদ অক্ষর, উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবদুল আউয়াল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইঞ্জি. মো. জয়নাল আবেদীন, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. আবু তাহের, বাকশীমূল ইউপি চেয়ারম্যান মো. আবদুল করিম, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেনসহ অন্যান্য চেয়ারম্যানগণ। বক্তারা তাদের বক্তব্যে আসছে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম জাতীয় দিবস ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস যথাযোগ্যভাবে পালন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন।

  • বুড়িচং