বুড়িচং ভারেল্লা (উ.) ইউনিয়নের বিট পুলিশিং আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ ও দেবপুর ফাঁড়ির উদ্যোগে বুড়িচং উপজেলার ৮ নং ভারেল্লা (উ.) ইউনিয়ন প্রাঙ্গনে বিট পুলিশিং আলোচনা সভা গতকাল ১৩ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ভারেল্লা (উ.) ইউপির চেয়ারম্যান এড. ইস্কান্দার আলী ভুইয়া আমির এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন। বিট পুলিশিংয়ের দায়িত্বরত কর্মকর্তা এ এস আই অসীম কুমার গোস্বামী ও ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) নুসরাত ইয়াছমিন তিশা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. কবির হোসেন, বুড়িচং দেবপুর ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ইউপি সচিব মো. মিজানুর রহমান। বক্তব্য রাখেন মো. শহীদুল্লা মাস্টার, মো. জহিরুল ইসলাম মাস্টার, আওয়ামীলীগ নেতা আজমীর হোসেন, আবু ইউসুফ, আবুল কাসেম মাস্টার। ইউপি সদস্য মো. মোস্তফা, কামাল হোসেন, আবদুল মান্নান, ইকবাল হোসেন, ফারুক আব্বাস, ইউনুস মিয়া, ফাতেমা বেগম, আয়েশা বেগম, আয়েশা বেগমসহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদক ও চোরাচালান প্রতিরোধে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পাশাপাশি মাদক ও চোরাচালান কারবারীদেরকে শনাক্ত করে তাদের বসত বাড়িতে মাদক ও চোরাকারবারীর বাড়ী লিপিবদ্ধ করে দেয়া হবে।যাতে মানুষ তাদেরকে ঘৃনা করে এবং তারা এ ঘুনিত পেশা থেকে বেরিয়ে আসতে পারে।

  • বুড়িচং