বুড়িচংয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপনে
বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর আজ্ঞাপুর মোর্শেদা বেগম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর ফূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপনে পরিষদের উদ্যোগে শুক্রবার সকাল থেকে স্বাস্থ্য সেবা – বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার গণ ওই এলাকার ৫ শতাধিক গরীব অসহায় দুঃস্থ রোগীদের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ উপস্থিত থেকে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক জয়নাল হোসেন শামীম, সদস্য সচিব ফখরুল আলম, স্বাস্থ্য সেবা উপকমিটির আহবায়ক মোঃ এমদাদুল হক পলাশ, সদস্য সচিব এম সোলেমান, কমিটির সদস্য আসাদুজ্জামান মনির, জামাল হোসেন, জুবায়ের আহাম্মদ খান, সাজ্জাদ হোসেন মাষ্টার, ওবায়দুর রহমান, খসরুল আলম, জালাল উদ্দীন । বিদ্যালয় ও সুবর্ণ জয়ন্ডী উদযাপন পরিষদের সকল সদস্য এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • বুড়িচং