কুমিল্লা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৪ যুবক আটক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চার যুবককে আটক করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শশীদলের নারায়ণপুর এলাকা থেকে তাদের আটক করে বিজিবির একটি টহল দল।
সুলতানপুর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, মানবপাচারকারী চক্রের সদস্য মো. আপন মিয়া (২২), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতকবাজার এলাকার মো. বজলুল আমিন (২০), একই এলাকার মো. মামুন মিয়া (১৯) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মো. তারিকুল ইসলাম (২২)।

অধিনায়ক এ এম জাবের বিন জব্বার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শশীদল বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২০৫৮/এম থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়ণপুর এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।সূত্র:জাগো নিউজ

  • ব্রাহ্মণপাড়া