ভারতীয় সীমান্তে আবারও বিএসএফের গুলিতে চোরাই পণ্য বহনকারী শ্রমিক আহত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধ পথে ভারতীয় চিনিসহ বিভিন্ন পণ্য অবাধে প্রবেশ করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। চোরাকারবারীরা ট্রানজিট পয়েন্ট হিসেবে কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলাকে ব্যবহার করছে। প্রতিদিন রাতে কুমিল্লা বাগড়া সড়ক এবং কুমিল্লা মীরপুর সড়ক দিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা মালামাল পরিবহন করতে দেখা যায়। এই দুই উপজেলাটি ভারতীয় সীমান্তবর্তী উপজেলা হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে চোরাকারবারীরা সিন্ডিকেট তৈরী করে শ্রমিকদের মাধ্যমে ভারত থেকে মালামাল আনা নেওয়া করে থাকে। অনেক সময় মূল চোরাকারবারীরা ধরা ছোঁয়ার বাহিরে থাকে। আইনশৃঙ্খলাবাহিনীর হাতে মাল বহনকারী শ্রমিকরা আটক হয়। অবৈধ পথে ভারতীয় মাল আনতে গিয়ে বিএসএফের গুলিতে শ্রমিকরা আহত হয় এবং কোন কোন সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। কুমিল্লা জেলার বুড়িচং সীমান্তবর্তী এলাকায় আবারও ২২ দিন পর বিএসএফের গুলিতে চোরাই মাল বহনকারী শ্রমিক আহত হয়েছে। গত ৩১ মার্চ ভারতীয় সীমান্তবর্তী বুড়িচং উপজেলার শংকুচাইল ক্যাম্প এলাকায় ভারতীয় চিনি আনলোড করার সময় বিএসএফের গুলিতে আলাল খান (২৬) নামের এক শ্রমিক আহত হয়েছে। এরই ২২দিন পর আবারও ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে বিল্লাল হোসেন (৩০) নামে এক শ্রমিক আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিল্লাল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চড়ানল তেঁতুলতলা সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিল্লাল হোসেন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার আলী আহমদের ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, ভারত থেকে অবৈধপথে আসা চিনি ও দুধসহ বিভিন্ন পণ্য ওঠা-নামানোর শ্রমিক হিসেবে কাজ করেন বিল্লাল। সোমবার রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের তেঁতুলতলা সীমান্ত দিয়ে চিনি নামানোর সময় বিএসএফ সদস্যরা গুলি চালায়। এ সময় গুলিতে বিল্লাল গুরুতর আহত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে জানতে সংকুচাইল বিওপির কামান্ডার ফারুক কামালকে ফোন করা হলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বক্তব্য দিতে পারবো না। তবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত রঞ্জিত জানান, রাত ১১টার দিকে গুলিবিদ্ধ যুবক বিল্লাল কুমেকে ভর্তি হয়। তার মুখমন্ডল ও বুকে অন্তত ২৫টিরও বেশি ছররা গুলি লেগেছে। বর্তমানে তাকে ক্যাজুয়ালটি ওয়ার্ডের ৩০ নম্বর বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, সীমান্তে যুবক গুলিবিদ্ধের বিষয়টি আমরা অবগত আছি। তবে কী কারণে সে সেখানে গিয়েছে সে বিষয়টি তদন্তের পর বলা যাবে। উল্লেখ্য যে, গত ৩১ মার্চ রাতে কুমিল্লার বুড়িচং বর্ডার এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আলাল খান (২৬) নামে এক যুবক আহত হয়েছে। আহত আলাল খানকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগকে নিয়ে আসা হয়। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। আলালের ভাই এমার খান বলেন, আলাল খান লেবারের কাজ করে। রাতে ভারতীয় মালামাল আনলোড করার সময় বিএসএফের গুলিতে সে আহত হয়েছে।

  • বুড়িচং