এলাকার উন্নয়নে প্রয়াত নেতা মতিন খসরুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই- এম এ জাহের এমপি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীদেরকে চমক দিয়ে বিজয় ছিনিয়ে নেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি এম এ জাহের। সাবেক এমপি নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট আবুল হাসেম খানসহ আওয়ামীলীগের বাঘা বাঘা প্রার্থীদেরকে টপকিয়ে বিজয় আসনে অধিষ্ঠিত হলেন এম এ জাহের। এম এ জাহের ১৯৬৬ সালে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকাদীঘি গ্রামের জন্মগ্রহন করনে। তার বাবার নাম হাজী মোঃ আবদুস ছোবহান। তার বড় ভাই আলহাজ¦ আবু তাহের ব্রাহ্মণপাড়া উপজেলার আরেক প্রভাবশালী নেতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর খান চৌধূরীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় আলহাজ¦ আবু তাহের মৃত্যুবরণ করলে তার ছোট ভাই এম এ জাহের উপ-নির্বাচনে আবারও আলহাজ¦ জাহাঙ্গীর খান চৌধুরীকে পরাজিত করে জয়লাভ করেন। পরবর্তীতে উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে ২০২৪ সালের ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয় লাভ করেন। এম এ জাহের কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীরে ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দলীয় দায়িত্ব পালন করছেন। বুড়িচং-ব্রাহ্মনপাড়া দুই উপজেলা নিয়ে কুমিল্লা-৫ আসনটি গঠিত। দুই উপজেলায় বর্তমানে কোন পৌরসভা নেই। বুড়িচং উপজেলায় পৌরসভা ঘোষণা হলেও তা অদৃশ্য কারণে আজো আলোর মুখ দেখতে পায়নি। এই নির্বাচনী এলাকার প্রধান সমস্যাগুলো হলো যানজট, সিএনজির স্টেশনের নামে জিপির চাঁদা, রাস্তাঘাট নির্মাণ, মাদক ও বাল্য বিবাহ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন। কুমিল্লা মীরপুর-সড়কের ভরাসার বাজার, বুড়িচং বাজার, সাহেবাবাদ বাজার, ব্রাহ্মণপাড়া সদর প্রতিনিয়তই যানজট লেগেই থাকে। এই যানজট মুক্ত করতে হলে সড়কের দুই পাশের ফুটপাতগুলো উম্মুক্ত করতে হবে, বাইপাস সড়ক নির্মাণ জরুরী হয়ে পড়েছে। সড়কের উপর থেকে অস্থায়ী স্ট্যান্ডগুলো অন্যত্র নেওয়ার ব্যবস্থা করতে হবে। ইতিপূর্বে এই আসনের এমপি এম এ জাহের বুড়িচং বাজারের যানজট নিরসনের বাজারের পশ্চিমপাশ দিয়ে বাইপাস সড়ক নির্মাণের জন্য পরিদর্শন করেছেন। এই ব্যাপারে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি এম এ জাহের বলেন, আমাদের এই জনপদের মাটি ও মানুষের নেতা এবং জাতীয় নেতা প্রয়াত এডভোকেট আবদুল মতিন খসরু ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। তিনি দুই উপজেলায় দুটি পৌরসভা করতে চেয়েছিলেন তা বাস্থবায়নে কাজ করে যাবো। কুমিল্লা মীরপুর সড়কটিকে আঞ্চলিক মহাসড়ক করার জন্য আমি মহান জাতীয় সংসদে দাবী উত্থাপন করেছি।

  • ব্রাহ্মণপাড়া