কুমিল্লায় বাংলাদেশ সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের সাংস্কৃতিক অনুষ্ঠান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

গতকাল কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়াম রুমে মনোমুগ্ধকর পরিবেশে কুমিল্লা জেলার বাংলাদেশ সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের ৩৪ বছর পূর্তি উপলক্ষে কারাতে প্রতিযোগিতা ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা নাজমুল আহসান ফারুক রোমেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল আলম সোহাগ, ক্লাবের সহ-সভাপতি মোস্তাক অহমেদ হুমায়ন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রিকেট কোচ সারোয়ার জাহান, কুমিল্লা জেলা করাতে টিচার ফাউন্ডেশনের সভাপতি সিহান মোঃ মোখলেছুর রহমান আবু। উক্ত অনুূষ্ঠানে প্রায় দুইশত ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি নাজমুল আহসান ফারুক রোমেন অংশগ্রহণকারী সকল খেলোয়ারদেরকে অভিনন্দন জানান এবং অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন ও সবসময় জেলা ক্রীড়া সংস্থাকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করবেন। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন আকাশ, নাহিদ, প্রান্ত, তানভির, হুজাইফা, স্প্রিহা, আদিবা, তোফা, তাইফা, ফুয়াদ, তৃনা, কাব্য, দিপায়ন, হামিম, রওনাক, রাদিকা, সিনথিয়া, মেহেদি, সুমন প্রমুখ।

  • কুমিল্লা