কুমিল্লা নগরীর চালের বাজারে অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

লেখক: নেকবর হোসেন
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

কুমিল্লার বিভিন্ন বাজারে চালের দোকানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগ। সোমবার (৫ ফেব্রæয়ারি) কুমিল্লা নগরীর চকবাজার ও মোগলটুলি এলাকার বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন অনিয়মের কারণে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার কুমিল্লার চকবাজার ও মোগলটি এলাকার ৬টি পাইকারী চালের দোকান পরিদর্শন করা হয়। এসময় এক মাসের বেশি সময় ধরে চাল মজুদ করা, অতিরিক্ত লাভে চাল বিক্রি করা এবং খুচরা লাইসেন্স নিয়ে পাইকারী ব্যবসা পরিচালনা করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মেসার্স তানিয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, হাসান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, লিটন ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মেসার্স ভৌমিক ব্রাদার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট দেবাষীস অধিকারী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আদর্শ সদর মোঃ আনোয়ার হোসেনসহ খাদ্য পরিদর্শকবৃন্দ।

  • কুমিল্লা