“উপজেলা নির্বাচনী হাওয়া” “ব্রাহ্মণপাড়া উপজেলার সম্ভাব্য প্রার্থী হচ্ছেন যারা”

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবার পরপরই উপজেলা পরিষদ নির্বাচনের ডামাঢোল বাজতে শুরু করেছে। আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করবেন বলে ইসি সূত্রে জানা যায়। তারই আলোকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সম্ভাব্য প্রার্থীরা এলাকায় গণসংযোগ ও বিভিন্ন নেতা কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন। তাছাড়া মাহফিলসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করছেন। এরই মধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া মহল্লার চা দোকানে জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা। এই উপজেলায় চালকের আসনে এবার কে বসবেন সে বিষয় নিয়ে নেতা কর্মী ও শুভাকাঙ্খিদের মধ্যে চলছে আলাপ-আলোচনা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর খান চৌধূরী। পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের এর নিকট পরাজিত হলে আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের উপজেলা চেয়ারম্যান হিসাবে অধিষ্ঠিত হন। কিন্ত তিনি বেশি দিন এই চালকের আসনে থাকতে পারেন নি। আল্লাহ তায়ালার ডাকে পরপারে চলে যান। তারপর উপ-নির্বাচনে আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের বড় ভাইয়ের অসমাপ্ত কাজ সম্পাদনের জন্য নির্বাচনের প্রার্থী হলে উপজেলাবাসী তাকেই উপজেলার অভিভাবক হিসেবে বিজয়ী করেন। উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে সংসদ সদস্য নির্বাচন করে নির্বাচিত হন আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে যাদের নাম আলোচনায় আছে তারা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগের ব্রাহ্মণপাড়া উপজেলার সাধারণ সম্পাদক ও সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবদুল বারী, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সাবেক প্রধান শিক্ষক মোস্তফা ছারোয়ার খাঁন। ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাকশিস ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের এর দ্বিতীয় ছেলে এবং নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এর ভাতিজা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ব্রাহ্মণপাড়া উপজেলার সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন এবং বাংলাদেশ আওয়ামীলীগের ব্রাহ্মণপাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

  • ব্রাহ্মণপাড়া