৩০ বছর পর স্কুলের নাম পরিবর্তন নিয়ে ব্রাহ্মণপাড়ায় উত্তেজনা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

প্রতিষ্ঠার ৩০ বছর পরে স্কুলের নাম পরিবর্তন নিয়ে স্কুলের প্রতিষ্ঠাতা এবং স্হানীয় চার গ্রামের মানুষের মাঝে উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের এম এ চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয়ে৷ সরেজমিনে গিয়ে জানা যায়, এম এ চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন ঐ এলাকার ইঞ্জিনিয়ার মোঃ হারুনুর রশীদ৷ এলাকা বাসীর দাবি স্কুলটি প্রতিষ্ঠার সময় এম এ চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় নামে হয়েছিল৷ কিন্তু ৩০ বছর পর স্কুলের নাম সংশোধন করে রাখা হয় রেজাউল হক উচ্চ বিদ্যালয়৷ যা নিয়ে স্কুলের সাবেক শিক্ষার্থী ও স্হানীয় লোকজনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ এলাকাবাসীর দাবি স্কুলের নাম আগের নামে চাই৷ স্কুলের নাম সংশোধন বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ হারুনর রশীদ বলেন, স্কুলটি চারটি গ্রামের মাঝে প্রতিষ্ঠা হওয়ায় এম এ মানে মিডেল এরিয়া দেয়া হয়েছিল৷ কিন্তু কোন দলিল,রেগুলেশনে স্কুলের নাম এম এ চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় উল্লেখ নেই৷ সব জায়গায় দলিল এবং রেগুলেশনে উল্লেখ আছে রেজাউল হক উচ্চ বিদ্যালয়৷ আমরা কোন নাম পরিবর্তন করি নাই শুধু সংশোধন করেছি৷ এ নিয়ে এলাকার কিছু কুচক্রিমহল শিক্ষার পরিবেশ এবং আমার পারিবারিক সু-নাম ক্ষুন্ন করার পায়তারা করছে৷ এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মুহাম্মদ শহীদুল করিম বলেন, স্কুলের নাম পরির্বতন এটি ঐ এলাকার স্হানীয় বিষয়৷ স্কুল কতৃপক্ষ বা এলাকা বাসি যদি আমাদের কোন হস্তক্ষেপ চায় তা হলে ব্যবস্হা নেয়া হবে৷ নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার একাধিক ব্যাক্তির সাথে কথা বলে জানা যায়, স্কুলের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার হারুনর রশীদ এর কারনে এলাকায় স্কুল নিয়ে গ্রুপিং তৈরি হচ্ছে৷ আমরা চাই গত ৩০ বছর যে নামে ছিল স্কুলটি সেই নামে থাকুক৷ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা উক্ত বিষয়ে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে৷ সবার একটাই দাবি রেজাউল হক উচ্চ বিদ্যালয় পূর্বের এম এ চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় নামে স্কুল চাই৷

  • ব্রাহ্মণপাড়া