ব্রাহ্মণপাড়া ষাইটশালা টিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

নতুন বইয়ের ঘ্রানের জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকে শিক্ষার্থীরা। বই হাতে নিয়ে স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের বাড়ি দৌড়ে যাওয়ার দৃশ্য বছরের প্রথম দিনকে উৎসবমুখর করে তুলে কয়েকগুণ। স্কুল আর মাদ্রাসায় নতুন বই পাওয়া শিক্ষার্থীদের সাথে উৎসবে মেতে উঠেন শিক্ষক-অভিভাবকরাও। এরকম উৎসাহ ও উৎসবের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা টিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় স্কুলের আয়োজনে উৎসবমুখর পরিবেশে স্কুল প্রাঙ্গনে এই বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনির উদ্দিন আখন্দ বাবুল এর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ রাজিবুল হক এর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আনিসুর রহমান আখন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন। এসময় ইউপি সদস্য শাহিন মিয়া, মনির উদ্দিন, জামাল মিয়াসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকার কর্তৃক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য বই বিতরণ করেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া