ব্রাহ্মণপাড়ায় আলতাফ আলী বেবী কেয়ার একাডেমীর বৃত্তিতে অভাবনীয় সাফল্য

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

২০২৩ সালের ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জেলার অংশগ্রহণকারী কিন্ডার গার্টেন প্রতিযোগিতায় এ বছর আলতাফ আলী বেবী কেয়ার একাডেমী ৫২টি টেলেন্টপুল, ৪৫টি সাধারণ বৃত্তি পেয়ে প্রথম স্থান অর্জনকারী সেরা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে। শিক্ষার্থীদের আশানুরুপ বৃত্তির এ সেরা সাফল্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগী মহল অনেক বেশি খুশি হয়ে আলোকিত শিক্ষার্থীদেরকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা যেন এ মহান সাফল্যের ধারা অব্যাহত রেখে সমাজ, দেশ ও জাতি গঠন করতে পারে। এ জন্য সকলের আন্তরিক পরামর্শ ও দোয়া কামনা করছি। বৃত্তির ফলাফলঃ প্রথম শ্রেণিঃ টেলেন্টপুল-৫ জন, নুসায়িব আল জায়ান, ফারদ্বীন হোসেন সিফাত, রিহান উদ্দিন সামি, তানহা খন্দকার, নুসরাত জাহান আয়শা। প্রথম শ্রেণিঃ সাধারণ বৃত্তি-৭ জন, মোঃ মিশাল, মোঃ ফাহিম, ফাতিহা নুজহাত, জান্নাতুল নুজহা, মরিয়ম হাসান, নাজিয়া সুলতানা রামিশা, ছাদিয়া হাসান তানি। ২য় শ্রেণিঃ টেলেন্টপুল-২ জন, শাহ্ মিরাজ মাহমুদ, তাসনীম হক। ২য় শ্রেণিঃ সাধারণ বৃত্তি-৯ জন, রাইয়ান হোসেন, শেখ নাবিহা, নুহা ইসলাম, আফরিন খানম, নোহা নুসরাত মাইসা, তাইয়্যেবা আখন্দ, রাউফিকা জাহান, সোহালা ইসরাত জালিকা, আফরিদা সুলতানা। ৩য় শ্রেণিঃ টেলেন্টপুল-১৩ জন, মোঃ ইরফান হোসাইন, মোঃ শাহরিয়ার ইসলাম নূর, মোঃ হুসাইন অহি, সাইফুল ইসলাম ইফাত, ফরিদা আক্তার সাফা, আফরিন হোসেন আনহা, মৌনিয়া খান, জান্নাতুল মাওয়া ইলমা, মরিয়ম আক্তার মুনিয়া, তাসপিয়া জাহানা ইক্রা, মোসাঃ সাফা মারওয়া, মিতু আক্তার, ফাতেমা ইমাম ত্বোহা। ৩য় শ্রেণিঃ সাধারণ বৃত্তি-৭ জন, মোঃ জুবায়ের হোসেন তামিম, মোঃ সাহেদ হোসেন মুন্সী, শাহাদাত ইমরান, ইয়াছিন আরাফাত নাঈম, জান্নাতুল ফেরদৌস, উম্মে মরিয়ম সাওদা, মোসাঃ নিসফা খানম। ৪র্থ শ্রেণিঃ টেলেন্টপুল-১৭ জন, মোঃ তাহমিদুল ইসলাম, মোঃ আকাঈদুল ইসলাম তামিম, মোঃ মিজবাউল হক সাহস, মোঃ তালহা বিন হানিফ দেওয়ান, ইয়ামিন ইসলাম হৃদয়, নাইমুল হাসান হাবীব, মোঃ সাফিউল হাছান ভূঁইয়া, মোসয়ার তাসবিহ, উম্মে হাবিবা সৃষ্টি, আফসানা মিমি, মায়মুনা জাহান আরশি, জোমানা সরকার আতিফা, তাসফিয়া আক্তার, মারিয়া হাসান, উম্মে তাইয়েবা লামিসা, লামিয়া খানম, মীম আক্তার। ৪র্থ শ্রেণিঃ সাধারণ বৃত্তি-১১ জন, মোঃ সালমান আব্দুল্লাহ আল রবিন, মোঃ সাবিত হাসান, আব্দুল্লাহ, মোঃ শাহরিয়ার, রাফসান কবির, মোঃ হোসাইন খান, আবদুল্লাহ আল রাফি, সাদমান সাকিব মেহেদী, মোঃ তাওহীদ, আরাফাত হোসেন রাহাত, উম্মে মরিয়ম। ৫ম শ্রেণি- টেলেন্টপুল- ১৫ জন, সামসুল রহমান সামির, শাহ সিফাত আহমেদ রাফি, গোলাম সারোয়ার রিহাদ, মোঃ ইমরান হোসেন, তাসনিম আলম তানিম, সোহানুর রহমান জিহাদ, মেহেরুজ খান আভা, আফরোজা খানম আন্নি, তাফান্নু জাহান বুশরা, আফরিন জাহান, নিশাত তাবাচ্ছুম তানহা, তাছপিয়া আক্তার, হোমায়রা রহমান হিমু, মুনতাহা ইসলাম মিথিলা, সাদিয়া কামাল ইমি। ৫ম শ্রেণিঃ সাধারণ বৃত্তি- ১১ জন, আল শাহরিয়া লাম, মোঃ মিনহাজুল হক, মোঃ জাহিদুল আলম, জিদনী আক্তার প্রিয়া, সামিয়া আক্তার, নুসরাত ইসলাম কেয়া, তানিশা উদ্দিন জুতি, জান্নাতুল ফাতেমা ফিহা, উম্মে সানিয়া, তুহিনুর আক্তার মীম এবং মারজিয়া কবির উর্মি।

  • ব্রাহ্মণপাড়া