শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে বাড়ানী ব্লাড ফাউন্ডেশন

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়াতে শীতার্থ দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘বাড়ানী ব্লাড ফাউন্ডেশন’। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বাড়ানী গ্রামের প্রায় অর্ধশত শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন সংগঠনের সদস্যরা। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সাজিদুল ইসলাম সজলের সার্বিক তত্ত্বাবধানে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ আবুল বাশার মেম্বার, মোঃ শিশন মিয়া, মোঃ বদিউল আলম, পরশ, রহিম সরকার, মানিক মিয়া, মাঈন‌ উদিন, সংগঠনের সভাপতি কামরুল হাসান জনি, সহ-সভাপতি মোঃ রাকিবুল হাসান, প্রচার সম্পাদক ওবায়দুল, দপ্তর সম্পাদক রাসেল সরকার, সমাজসেবা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য সুজন, আরমান , রুস্তম, হাসান, একরাম, সাইফুল, আকাশ, নাছির প্রমূখ।
বাড়ানী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সাজিদুল ইসলাম সজল
বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। সংগঠনের উপদেষ্টামন্ডলীসহ সদস্য ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

  • ব্রাহ্মণপাড়া