বুড়িচংয়ের বিশিষ্ট ব্যাংকার ও শিক্ষানুরাগী এবং সমাজ সেবক আব্দুস সাত্তার ভূইয়ার পরলোকগমন

লেখক: স্টাফ রির্পোটার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, ব্যাংকার ও সমাজসেবক এবং রাজনৈতিক ব্যাক্তিত্ব আলহাজ্ব আব্দুস সাত্তার ভঁইয়া (৮০)গত ১৬ নভেম্বর দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ১৭ নভেম্বর দুপুর ২টায় তার শংকুচাইল কেন্দ্রী মসজিদে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ১৯৯১ সালে ফ্রিডম পাটির মনোনীত প্রার্থি হিসেবে কুমিল্লা-৫ আসনে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন। তিনি মানুষ ও মাবতার কাজে নিজের অর্থ সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছেন। বুড়িচং-ব্রাহ্মণপাড়া দুই উপজেলা প্রায় ৪শত মানুষকে বসবাসের জন্য ঘর নির্মাণ করে দিয়েছিলেন। বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে ৪শত মানুষকে টিউবওয়েল ও নিরাপদ স্যানিটেশনের ব্যবস্থা করেছেন। শিক্ষা বিস্তারের জন্য নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন শংকুচাইল ডিগ্রী কলেজ, শংকুচাইল ইসলামীয়া দাখিল মাদরাসা, শংকুচাইল ইসলামীয়া কিন্ডারগার্টেন, তার মায়ের নামে স্থাপন করেছেন বেগম শামসুন্নাহার স্মৃতি পাঠাগার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানব সেবায় কাজ করে গেছেন এবং আবরী শিক্ষার জন্য তিনি বুড়িচং ব্রাহ্মণপাড়া বিভিন্ন গ্রামে ১০ মুক্তব নিজস্ব অর্থায়নে পরিচালনা করেছে। তার একটি শেষ ইচ্ছা ছিল মৃত্যুর আগে অচেনা কোরআন ও অচেনা নজরুল নামে দুটি রিসার্চ কেন্দ্র স্থাপন করার। কিন্ত তার সেই ইচ্ছা পূরণ করার আগেই পরম করুনাময় আল্লাহর তায়াল ডাকে সারা দিয়ে পরপারে চলে গেছেন।

  • বুড়িচং