বুড়িচংয়ে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

গত শুক্রবার থেকে হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মী উৎসব ষষ্ঠী পূজার মধ্যদিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে। জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়ায়) চড়ে কৈলাশ থেকে মর্ত্যালোকে (পৃথিবী) আসবেন। এতে প্রাকৃতিক বিপর্যয়, রোগ শোক হানাহানি মারামারি বাড়বে। অন্য দিকে কৈলাশে (স্বর্গে) বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। যার ফলে জগতে মড়ক ব্যাধি এবং প্রাণহানির মত ঘটনা বাড়বে। আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপি এ উৎসবের। দুর্গা শব্দের অর্থ হলো ব্যূহ বা আবদ্ধ স্থান। যা কিছু দুঃখ কষ্ট মানুষকে আবদ্ধ করে, যেমন বাধাবিঘœ, ভয়, দুঃখ, শোক, জ্বালা, যন্ত্রনা এসব থেকে তিনি ভক্তকে রক্ষা করেন। শাস্ত্রকাররা দুর্গার নামে অন্য একটি অর্থ করেছেন। দুঃখের দ্বারা যাকে লাভ করা যায় তিনিই দুর্গা। দেবী দুঃখ দিয়ে মানুষের সহ্যক্ষমতা পরীক্ষা করেন। তখন মানুষ অস্থির না হয়ে তাঁকে ডাকলেই তিনি তার কষ্ট দূর করেন। হিন্দু পূরাণ মতে দুর্গাপূজার সঠিক সময় হলো বসন্তকাল কিন্তু বিপাকে পড়ে রামচন্দ্র, রাজা সুরথ এবং বৈশ্য সমাধি বসন্তকাল পর্যন্ত অপেক্ষা না করে শরতেই দেবিকে অসময়ে জাগ্রত করে পূজা করেন। সেই থেকে অকাল বোধন হওয়া সত্তে¡ও শরত কালে দুর্গাপূজা প্রচলিত হয়ে যায়। এদিকে, পূজাকে আনন্দমুখর করে তুলতে বুড়িচং উপজেলা জুড়ে এখন বইছে উৎসবের আমেজ। ঢাক -ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মন্ডপ। বুড়িচং উপজেলার শ্রী শ্রী দক্ষিণা কালি বাড়ীর শ্রী শ্রী দূর্গা পূজা মন্দিরের সভাপতি স্বপন চন্দ্র কর্মকার বলেন, অত্যন্ত শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদের পূজার কার্যক্রম শুরু হয়েছে। আশা রাখি শান্তি শৃঙ্খল ভাবে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে। প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সহযোগীতা করা হচ্ছে এবং স্থানীয়রাও বিভিন্ন ভাবে সহযোগীতা করছে।

  • বুড়িচং