স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-বাবলু

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু বলেছেন-‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে তথ্য-প্রযুক্তিতে এগিয়ে নিতে হবে। তাদেরকে স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারন ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে আমাদের এই নতুন প্রজন্ম। তাই পাঠদানের সময় উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক তথ্য -প্রযুক্তির সমন্বয়ে পাঠ দান কার্যক্রম পরিচালনা করতে হবে’। মঙ্গলবার (৭ ই মার্চ) আদর্শ সদর উপজেলার আলেকজান মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত ৪৪তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মোঃ আমিনুল ইসলাম টুটুল। অত্র স্কুল এন্ড কলেজের গর্ভণিং বডির সভাপতি ডা. এ.কে.এম আব্দুস সেলিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড.হোসনেয়ারা বকুল, ২নং উত্তর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ নিয়াজ পাভেল। এসময় উপস্থিত ছিলেন অত্র স্কুল এন্ড কলেজের গর্ভণিং বডির সদস্য আব্দুল খালেক ভ’ইয়া, আবুল হোসেন মেম্বার, আব্দুল অদুদ, সাবিত্রী রানী সেন, দেওয়ান মুজিবুর রহমানসহ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলেকজান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক চন্দন কুমার দত্ত।

  • কুমিল্লা