সদর দক্ষিণে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় প্রায় ২১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।১৮ জানুয়ারী মঙ্গলবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার সোয়াগাজী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ লক্ষীপুর জেলার সদর থানার শ্যামগঞ্জ গ্রামের মোঃ সুজন হোসেন সুজার ছেলে মোঃ মোক্তার হোসেন (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন-র‌্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ লক্ষীপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • কুমিল্লা