স্টাফ রিপোর্টার।।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে শীতার্ত, দুস্থ ও অতিদরিদ্রদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সাহেবাবাদ ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের কার্য্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়। সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ বজলুর রহমান এর পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ, দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কয়েকশত শীতার্ত, দুস্থ ও অতিদরিদ্রদের মাঝে এই কম্বল বিতরন করা হয়।