ব্রাহ্মণপাড়া আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্কুল প্রাঙ্গনে স্কুলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ মোশাররফ হোসেন খান চৌধুরী এর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল খায়ের এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের দাতা সদস্য আশেদা খানম চৌধুরী, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদ, অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সাংবাদিক ইসমাইল নয়ন। এসময় স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ সামসুউদ্দিন আহাম্মদ, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম ভূইয়া, সিনিয়র শিক্ষক এণামুল হকসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী সংবর্ধণা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া