ব্রাহ্মণপাড়ায় প্রাণিসম্পদ কার্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রাণিসম্পদ কৃষক মাঠ স্কুল বাস্তবায়নের লক্ষ্যে খামারিদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় গতকাল সোমবার বিকেলে উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এসব উপকরণ বিতরণ করা হয়। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে উপজেলার ৮টি স্কুলে খামারিদের মধ্যে সদস্য কার্ড, ফাইল কেবিনেট, শিক্ষা উপকরণ, ফ্লিপচার্ট, হোয়াইট বোর্ড, মার্কার ও সাইনবোর্ড দেওয়া হয়।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজমাল হাসান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রায়াল হোসেন, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তাহের, প্রাণিসম্পদ মাঠ সহকারী আবু কাউসার, লুতফারুল হক, মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট ইউনিয়নের এলএসপি এবং প্রডিউসার গ্রুপের খামারিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া