ব্রাহ্মণপাড়া চান্দলা ইউনিয়ন পরিষদে ওকাপের অবহিতকরণ সভা

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিবাসন ইস্যুতে স্থানীয় সরকার প্রতিনিধি ব্যক্তিদের সাথে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় চান্দলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চান্দলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য, সংরক্ষিত সদস্যদের অংশগ্রহনে ওকাপের আয়োজনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণপাড়া ওকাপের সুপার ভাইজার মোঃ আজিজুল হক এর সঞ্চালনায় ও ওকাপের প্রজেক্ট অফিসার (সেইফ মাইগ্রেশন) মোঃ আলমগীর হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন চান্দলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক। সভায় অভিবাসন ইস্যুতে স্থানীয় সরকার প্রতিনিধি ব্যক্তিবর্গদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ওকাপের ফোরাম লিডারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া