ব্রাহ্মণপাড়ার মকিমপুর আশ্রয়ন প্রকল্পে ৭৫টি ঘর নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে। উপজেলার মকিমপুর আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ের পাশে নির্মিত আশ্রয়ন প্রকল্পের ৭৫টি ঘর নির্মাণ কাজ প্রায় শেষ পর্য্যায়ে। ঘরের কাজ দ্রুত চলছে। বুধবার বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে এলাকাবাসীদের সাথে এক মতবিনিময় সভা করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, মকিমপুর আশ্রয়ন প্রকল্পের আওতায় ৭৫টি ঘর নির্মান করা হচ্ছে। যা প্রায় শেষ মুহূর্তে। প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে প্রতিটি ঘর নির্মাণ করা হচ্ছে। আগামী মাসের মধ্যে কাজ শেষে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্বোধন করবেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সোহেল রানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্য্যায়ে। সঠিক সময়ে তা আশ্রয়হীনদের বুঝিয়ে দেওয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ এণামুল হক বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কাজ দ্রুত সময়ে শেষ হবে। মকিমপুর আশ্রয়ন প্রকল্পের ৭৫টি ঘর আগামী মাসের মধ্যে কাজ শেষে প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারবেন।

  • ব্রাহ্মণপাড়া